যশোরে হারানো মোবাইল ফোন, ভুলবশত বিকাশে চলে যাওয়া টাকা ও হ্যাক হওয়া ৮টি ফেসবুক আইডি উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

উদ্ধার হওয়া মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, যশোরের বিভিন্ন থানায় দায়ের হওয়া সাধারণ ডায়েরি মূলে হারানো ৪৬টি মোবাইল ফোনসেট উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ভুলবশত বিকাশে চলে যাওয়া ১০ জন ভুক্তভোগীর ১লাখ ২৮ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। তা ছাড়া হ্যাক হয়ে যাওয়া ৮টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ৫ নিখোঁজ কিশোর ও কিশোরীকে উদ্ধার ও ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করার বিষয়ে অভিযোগকারী এক নারীকে আইনগত সহায়তা দেওয়া হয়।

গতকাল সোমবার জেলা পুলিশের পক্ষ থেকে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল থেকে উদ্ধার হওয়া জিনিসগুলো মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয়।