যশোরের গ্রেপ্তার হওয়ার সন্ত্রাসী কালা জনি। ছবি: যশোর জেলা পুলিশ

যশোরের কোতোয়ালি মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটা ওয়ান শুটারগান, একটি তাজা কার্তুজসহ সন্ত্রাসী জনি ওরফে কালা জনিকে (৪০) গ্রেপ্তার করেছে।

রোববার কোতোয়ালি মডেল থানাধীন খোলাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল এর তত্ত্বাবধানে ওসি কোতোয়ালি মডেল থানা ও এসআই সালাউদ্দিন খানের নেতৃত্বে রোববার রাত নয়টার দিকে কোতোয়ালি থানার মডেল থানাধীন খোলাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জনি ওরফে কালা জনিকে গ্রেপ্তার করা হয়। পরে কালা জনির দেওয়া তথ্য অনুযায়ী কোতোয়ালি মডেল থানাধীন মন্ডলগাতি সাকিনস্থ মন্ডলগাতি টু খোলাডাঙ্গা গ্রামের কাঁচা রাস্তাসংলগ্ন মো. মালেকের (৮০) জমির পশ্চিম পাশে খেজুরগাছের নিচে ঝোপের ভেতর থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান ও একটি তাজা কার্তুজ জব্দ করা হয়।

কালা জনির বিরুদ্ধে মাদক, চাঁদাবাজিসহ ১০টি মামলা বিচারাধীন রয়েছে। কালা জনি যশোরের কোতোয়ালি থানাধীন খোলাডাঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে।