শেরপুর জেলা শহরের থানা মোড়ে দৃষ্টিনন্দন ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম ও শেরপুর পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ। ছবি: বাংলাদেশ পুলিশ

শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র থানা মোড়ে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে নির্মিত দৃষ্টিনন্দন ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে শেরপুরের পুলিশ সুপার ও পুনাক সভানেত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম ২১ জুলাই (শুক্রবার) বিকেলে ট্রাফিক পুলিশ বক্সটি উদ্বোধন করেন।
নামফলক উন্মোচনের পর ফিতা কেটে উদ্বোধন করা হয় পুলিশ বক্সটি। ছবি: বাংলাদেশ পুলিশ

এর আগে উদ্বোধন উপলক্ষে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের সামনে উপস্থিত হলে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম ও শেরপুর পুনাক সভানেত্রী সানজিদা হক মৌকে সদর ট্রাফিকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
দৃষ্টিনন্দন এই ট্রাফিক পুলিশ বক্স ট্রাফিক পুলিশের কাজ আরও সহজতর করবে এবং সেবার মান আরও উন্নততর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ছবি: বাংলাদেশ পুলিশ

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শেরপুর সদর ট্রাফিকের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।
উদ্বোধনের পর ট্রাফিক পুলিশ বক্সের ভেতরে ঘুরে দেখেন শেরপুরের পুলিশ সুপার ও পুনাক সভানেত্রী। ছবি: বাংলাদেশ পুলিশ
শেরপুরের পুলিশ সুপার ও পুনাক সভানেত্রী ট্রাফিক পুলিশ বক্সে কিছু সময় কাটান। ছবি: বাংলাদেশ
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। ছবি: বাংলাদেশ পুলিশ
উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ শেরপুর সদর ট্রাফিকের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। ছবি: বাংলাদেশ পুলিশ