পুলিশি হেফাজতে মাদক কারবারি এবং জব্দ করা ফেনসিডিল। ছবি : বাংলাদেশ পুলিশ

যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ১৭৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার (১৪ এপ্রিল) ও শনিবার (১৫ এপ্রিল) শার্শা ও কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন শার্শা থানা এলাকার মো. আব্দুল জব্বার (৩৮) এবং কোতোয়ালি থানা এলাকার মো. হাসান মোল্লা (২৯)।

ডিবি যশোরের উপপরিদর্শক (এসআই) মো. সোলায়মান আক্কাস জানান, শুক্রবার রাতে শার্শা থানাধীন বহিলাপোতা গ্রাম থেকে ১২০ বোতল ফেনসিডিলসহ জব্বারকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশি হেফাজতে মাদক কারবারি এবং জব্দ করা ফেনসিডিল। ছবি : বাংলাদেশ পুলিশ

ডিবি যশোরের উপপরিদর্শক (এসআই) রাজেশ কুমার দাশ জানান, শনিবার কোতোয়ালি থানাধীন যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট জামে মসজিদ এলাকা থেকে ৫৫ বোতল ফেনসিডিলসহ হাসানকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।