পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ৬২ বোতল ফেনসিডিল, ১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) জেলার চৌগাছা ও বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন চৌগাছা থানা এলাকার মো. আলমগীর (৪৫) ও বিল্লাল হোসেন (৩৩) এবং বেনাপোল থানা এলাকার মো. ইসরাফিল মোড়ল (৩৫) ও মো. কুতুব উদ্দিন শশী (২৭)।

ডিবি যশোরের উপপরিদর্শক (এসআই) মো. শাহিনুর রহমান জানান, শনিবার বিকেলে চৌগাছা থানাধীন জলকর মাধবপুর গ্রাম থেকে ২৬ বোতল ফেনসিডিলসহ আলমগীর ও বিল্লালকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা করা হয়েছে।

ডিবি যশোরের উপপরিদর্শক (এসআই) খান মাইদুল ইসলাম রাজিব জানান, শনিবার সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা মাঠপাড়া থেকে ১ কেজি গাঁজাসহ ইসরাফিলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বেনাপোল থানায় মামলা করা হয়েছে।

ডিবি যশোরের উপপরিদর্শক (এসআই) শেখ আবু হাসান জানান, শনিবার রাতে বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে ৩৬ বোতল ফেনসিডিলসহ শশীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বেনাপোল থানায় মামলা করা হয়েছে।