পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে গাড়ি চুরির অভিযোগে পাঁচজন এবং মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) জেলার কোতোয়ালি ও বেনাপোল থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গাড়ি চুরির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ছারোয়ার হোসেন ওরফে সরোয়ার মুন্সী (৩৬), মো. রুবেল মোল্লা (২০), মো. হাসান (৩৪), মো. টিটু (৪২) ও মো. ইমরান শেখ ওরফে বিশু (৩১)।

মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুমন হাওলাদার (৩০), সুজন হাওলাদার (২৪), মো. আসাদুল ইসলাম (২৩) ও মো. আল-মামুন (২৬)।

ডিবি যশোরের উপপরিদর্শক (এসআই) মো. নুর ইসলাম জানান, কোতোয়ালি থানাধীন চুড়ামনকাঠি-চৌগাছা সড়কে অভিযান চালিয়ে ছারোয়ার, রুবেল, হাসান, টিটু ও ইমরানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি প্রাইভেট কার, একটি ইজিবাইক, একটি মাস্টার চাবি ও মোবাইল ফোন জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

উপপরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেন জানান, বেনাপোল বাজার থেকে ৬ বোতল বিদেশি মদসহ সুমন ও সুজনকে গ্রেপ্তার করা হয়। বেনাপোল থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, কোতোয়ালি থানাধীন সুজলপুর জামতলা থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ আসাদ ও মামুনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।