যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার দুই আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

যশোরে জেলা গোয়েন্দা (পুলিশ) পৃথক অভিযান চালিয়ে ১৬০টি ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। যশোর কোতোয়ালি থানা এলাকায় ১১ আগস্ট (শুক্রবার) ও ১২ আগস্ট (শনিবার) অভিযান দুটি পরিচালিত হয়।

গ্রেপ্তার আসামিদের নাম মো. জনি হোসেন (২৭), মো. আবুল হাসান (২২) ও মো. নাজমুল মিয়া (২৫)।

যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার এক আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

জেলা পুলিশ জানায়, ডিবির একটি দল ১২ আগস্ট বিকেল ৫টার দিকে যশোর কোতোয়ালি থানার আমতলা এলাকায় অভিযান চালিয়ে আবুল হাসান ও নাজমুলকে ১০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করে। এর আগে ডিবির আরেকটি দল ১১ আগস্ট সন্ধ্যা পৌনে ৬টার দিকে যশোর কোতোয়ালি থানার যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ৬০টি ইয়াবাসহ জনিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় পৃথক মামলা হয়েছে।