পুলিশি হেফাজতে তিন মাদক কারবারি। ছবি: পুলিশ নিউজ

যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ৩২ বোতল ফেনসিডিল, ৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) কোতোয়ালি ও শার্শা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. রবিউল আমিন লিটন (৪৩), মো. আলাউদ্দিন মোড়ল (২৬) ও মো. মারুফ হোসেন (৩০)।

জেলা পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে মো. রবিউল আমিন লিটনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে শার্শা থানার কাশিপুর বাজার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. আলাউদ্দিন মোড়লকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৮ বোতল ফেনসিডিল এবং ১ কেজি গাঁজা জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

দিনের আরেক অভিযানে শার্শা থানার বেদেপুকুর এলাকা থেকে চিহ্নিত মাদক কারবারি মো. মারুফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।