জব্দ করা স্বর্ণের বার। ছবি : বাংলাদেশ পুলিশ

যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৩২টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে স্বর্ণ পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কার।

সোমবার (১৮ মার্চ) দুপুরে জেলার কোতোয়ালি থানাধীন নিউমার্কেট মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকার শহীদুল ইসলাম (৩০) এবং শার্শা থানা এলাকার সুমন হোসেন (২৮)।

ডিবি যশোরের উপপরিদর্শক (এসআই) সোলেমান আক্কাস জানান, জব্দ করা স্বর্ণের ওজন ৩ কেজি ৩৫৬ গ্রাম, দাম আনুমানিক সাড়ে ৩ কোটি টাকা।

তিনি আরও জানান, বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে এসব স্বর্ণ নিয়ে আসার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামিরা। কোতোয়ালি থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।