জব্দ করা গাঁজা। ছবি : ডিএমপি

রাজধানীর বনানী থানা এলাকা থেকে ৮৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বনানী থানাধীন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সামনে থেকে আসামি মো. শামীমকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজার একটি চালান ট্রাকের মাধ্যমে ঢাকায় আসছে, এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ। ট্রাকটি ঘটনাস্থলে এলে তল্লাশি চালিয়ে ৮৬ কেজি গাঁজাসহ আসামিকে গ্রেপ্তার করা হয়।

জব্দ করা ট্রাক। ছবি : ডিএমপি

জিজ্ঞাসাবাদে আসামি জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

আসামির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।