শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম-কে ফুলল শুভেচ্ছা জানাচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

গত মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ময়মনসিংহ রেঞ্জে ‘শ্রেষ্ঠ জেলা’ ক্যাটাগরিতে পুরস্কার পাওয়ায় শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম-এর হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছেন জেলা পুলিশের কয়েকজন কর্মকর্তা। ছবি : বাংলাদেশ পুলিশ

বৃহস্পতিবার (১১ মে) শেরপুর জেলা পুলিশ জানায়, নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপারকে শুভেচ্ছা জানানো হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম।

শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম-এর হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছেন পুলিশ লাইনস একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের (প্লেস) এক ছাত্রী। ছবি : বাংলাদেশ পুলিশ

এ ছাড়া জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পুলিশ লাইনস একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের (প্লেস) শিক্ষক-শিক্ষার্থী এবং সূর্যদী গণহত্যাবিষয়ক নাটকের কলাকুশলীরা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।