যশোরে ডিবির অভিযানে সাব্বির হত্যা মামলায় গ্রেপ্তারকৃত তিন আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

যশোরে সাব্বির হোসেন হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গাজীপুর জেলা ও যশোর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তিনজন হলেন মো. মনিরুল ইসলাম (২৫), এনামুল হক বিজয় (১৯) ও মো. রাকিব হোসেন (২১)।

জেলা পুলিশ জানায়, যশোর কোতোয়ালি থানার শংকরপুর জমাদ্দারপাড়ার সাব্বির হোসেন গত ১৯ ডিসেম্বর সকালে অজ্ঞাত ব্যক্তির ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। কিছুপর খবর আসে, কে বা কারা তাঁকে ছুরিকাঘাত করেছে। গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই দিনই কোতোয়ালি থানায় মামলা হয়।

এরপর ঘটনা তদন্তে ডিবিকে দায়িত্ব দেওয়া হয়। পরে ডিবির একটি দল গাজীপুর জেলা ও যশোর কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বার্মিজ চাকুও উদ্ধার করা হয়।

জেলা পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার কথা স্বীকার করেছেন। তাঁরা বলেছেন, পূর্বশত্রুতার জের হিসেবে মুসা নামের এক ব্যক্তির পরিকল্পনা অনুযায়ী মুঠোফোন কেনার কথা বলে ডেকে নিয়ে মুসা ও তাঁর সহযোগীরা সাব্বিরকে হত্যা করেছেন।