পুলিশি হেফাজতে আসামিরা। ছবি: পুলিশ নিউজ

মৌলভীবাজারের কুলাউড়া থানা-পুলিশের অভিযানে দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি জাকির হোসেনকে (২১) কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার (১৯ মার্চ) কুমিল্লার মুরাদনগর থানার কোম্পানীগঞ্জ বাজার থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামির বাড়ি কুলাউড়া থানার কাউকাপন গ্রামে।

পুলিশ জানায়, গত বছরের ২৫ সেপ্টেম্বর রাতে কুলাউড়া থানার কাউকাপন বাজারের বন্ধু ভ্যারাইটিজ স্টোরের ব্যবসায়ী স্বপন চন্দ্র দের (৩০) কাছ থেকে ২ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন জাকির হোসেনসহ কয়েকজন ছিনতাইকারী। এ ঘটনায় ভুক্তভোগী কুলাউড়া থানায় মামলা করেন। তবে আত্মগোপনে চলে যাওয়ায় আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। পরে প্রযুক্তির সহায়তায় কুলাউড়া থানার একটি বিশেষ দল কুমিল্লা থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।