যশোরে ডিবির অভিযানে চুরি করা সারসহ গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে চুরি করা সারসহ দুজনকে গ্রেপ্তার করেছে। ১৯ অক্টোবর (বুধবার) দিবাগত রাত ১২টার দিকে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার আসামিদের নাম মো. সুমন (৩৫) ও মো. আব্দুর রশিদ (২৩)।

জেলা পুলিশ জানায়, যশোরের অভয়নগর থানার রাফি ট্রেডিং হামিম ট্রান্সপোর্ট আকিজ গ্রুপের বিদেশ থেকে আমদানি করা ৪০০ বস্তায় ২০ টন বিসিআইসি ইউরিয়া চিকন সার বরিশাল বাফার গুদামে পাঠানো হয়। ট্রাকচালক সুমন ট্রাকে করে সারগুলো নিয়ে ১৯ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে নওয়াপাড়া থেকে রওনা হন। কিন্তু তিনি বরিশালে গন্তব্যে না পৌঁছে অজ্ঞাত স্থানে যান। অভিযোগ পেয়ে যশোরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন জায়গায় অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে ১৯ অক্টোবর রাত ১২টার দিকে যশোরের চাঁচড়া থেকে ঝিনাইদহগামী রাস্তা হতে ডিবি পুলিশের একটি দল সুমন ও আব্দুর রশিদকে সারবাহী ট্রাকসহ আটক করে। এ ঘটনায় ট্রান্সপোর্ট মালিক মো. আসাদুজ্জামান কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।