যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। যশোর কোতয়ালি মডেল থানা এলাকা থেকে ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. আমিনুর ইসলাম ওরফে ইমু(২৭)। তাঁর কাছ থেকে ৭০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, ডিবির একটি দল ২৬ অক্টোবর রাত সোয়া ১১টার দিকে যশোর কোতয়ালী মডেল থানার ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০টি ইয়াবাসহ আমিনুরকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে।