ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া ট্রাক। ছবি-সংগৃহীত

লেভেল ক্রসিংয়ের গেট খোলা থাকায় যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে ট্রেনের ধাক্কায় একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। আজ রোববার (২৪ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। খবর বাংলাদেশ জার্নালের।

নিহত ব্যক্তিরা হলেন ট্রাকের চালক পারভেজ (২৬), তাঁর বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাকমারী গ্রামে। আর নাজমুল হাসান (২৮) ছিলেন চালকের সহকারী; তাঁর বাড়ি একই জেলার মহেশপুর উপজেলার আজমপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী ট্রেনটি সাড়ে ৬টার দিকে সদর উপজেলাধীন চুড়ামনকাটি রেলক্রসিং পার হচ্ছিল। এদিকে লেভেল ক্রসিংয়ের গেট খোলা দেখে একটি ট্রাক ক্রসিংয়ে উঠে পড়ে। এতে ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালক ও তাঁর সহকারী।

রেল পুলিশের কর্মকর্তা শাহিদুল জানান, পণ্যবোঝাই ট্রাকটি যশোরের চৌগাছা বাজারের দিকে যাচ্ছিল। ঘন কুয়াশার মধ্যে রেলক্রসিং পার হওয়ার সময় সেটি খুলনাগামী রকেট মেইলের সামনে পড়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরায়। মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।