পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে রেলের যন্ত্রাংশসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরেক অভিযানে জব্দ করা হয়েছে ১১০ বোতল ফেনসিডিল।

ডিবি যশোরের উপপরিদর্শক (এসআই) খান মাইদুল ইসলাম রাজিব জানান, রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় জেলার কোতোয়ালি থানাধীন চাউলিয়া মোড়ের একটি তেল পাম্পের পাশ থেকে রেলের ১ হাজার ৩৮৯ কেজি ওজনের যন্ত্রাংশসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. রবিউল ইসলাম (৪২), মো. মোজাহার শিকদার (৪২), মো. গাজী অহিদুল ও মো. মনিরুল ইসলাম (৪৮)। তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

ডিবি যশোরের উপপরিদর্শক (এসআই) মো. শাহিনুর রহমান জানান, সোমবার (২৯ এপ্রিল) ভোরের দিকে বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর পশ্চিমপাড়া থেকে ১১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তবে আসামি মো. আ. রউফ ওরফে রব (৪০) পালিয়ে গেছেন। এ ঘটনায় বেনাপোল থানায় মামলা করা হয়েছে।