পুলিশি হেফাজতে গ্রেপ্তার দুই চোরাকারবারি।ছবি: বাংলাদেশ পুলিশ।

 মৌলভীবাজার জেলা গেয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম আজ রোববার মৌলভীবাজার সদর মডেল থানার ১নং খলিলপুর ইউনিয়নের হামরকোনা এলাকায় অভিযান চালায়।

এ সময় মেসার্স আলহাজ্ব আব্দুর রাজ্জাক অ্যান্ড কোং এর ফিলিং ষ্টেশনের সামনে থেকে প্রায় দুই লক্ষ বায়ান্ন হাজার শলাকা নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত দুজন হলেন. মো. জামাল আহমদ (২১) ও ২ মো. জুয়েল আহমদ (২০)। তারা দুজনেই সিলেট জেলার গোয়াইনঘাট থানার ৬ নং ফতেপুর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা।

উদ্বার করা বিড়ির আনুমানিক মূল্য ৬ লক্ষ ৩০ হাজার টাকা। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

মৌলভীবাজার জেলার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই নাসির বিড়িসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।