এপিবিএন ও ভোক্তা অধিকারের অভিযান। ছবি: এপিবিএন

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) আজ বৃহস্পতিবার ঢাকার চকবাজার ও মৌলভীবাজারে যৌথ অভিযান চালিয়েছে।

এ সময় নানা অনিয়মের দায়ে চারটি মামলা দেওয়ার পাশাপাশি মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এপিবিএন সূত্র জানায়, ১১ এপিবিএনের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) নাজনীন খানের নেতৃত্বে ১১ এপিবিএনের একটি দল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে ওই অভিযান চালায়।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪০ ধারায় অপরাধ করার দায়ে চারটি মামলা দায়ের করে ৬৫ হাজার টাকা জরিমানাসহ একটি দোকান ২৪ ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।