মৌলভীবাজারে ডিবির অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া দুজন। ছবি: মৌলভীবাজার জেলা পুলিশ

মৌলভীবাজারে পৃথক অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল, তিন কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ দুটি পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সদর মডেল থানার ১ নং খলিলপুর ইউনিয়নের শেরপুর নতুন বস্তি এলাকা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ মো. হেলাল মিয়া (৩৪), শংকর সূত্রধরকে (৩০) গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। ওই দুজনেরই বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ থানাধীন দ্বীগর ব্রাহ্মণগ্রামে।

অপর একটি অভিযানে মৌলভীবাজার সদর মডেল থানার একই ইউনিয়নের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরের ঢাকা সিলেট হাইওয়ে রাস্তার ওপর থেকে তিন কেজি গাঁজাসহ সাকিব মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজারে গাঁজাসহ গ্রেপ্তার হওয়া এক ব্যক্তি। ছবি: মৌলভীবাজার জেলা পুলিশ।

গ্রেপ্তার সাকিব মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন আপ্তার হাওর গ্রামের অনু মিয়ার ছেলে।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা শাখার দুটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।