মৌলভীবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার শিবিরের তিন নেতা-কর্মী। ছবি: বাংলাদেশ পুলিশ

মৌলভীবাজারের বড়লেখা থানা এলাকার একটি মসজিদে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার সময় ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার সেক্রেটারিসহ তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বড়লেখা থানার গ্রামতলা গ্রামের বড়লেখা জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মসজিদ থেকে ২ সেপ্টেম্বর (শনিবার) তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আলম হোসেন (৩০), বড়লেখা উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু হাসান (২৫) এবং বড়লেখা পৌর শাখার ছাত্রশিবির কর্মী নাহিদ আহমদ(১৯)।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, ২ সেপ্টেম্বর দুপুরে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের তিন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।