কক্সবাজারের টেকনাফে ১৬ এপিবিএনের অভিযানে উদ্ধার ভুক্তভোগী। ছবি: বাংলাদেশ পুলিশ

কক্সবাজারে অপহরণের এক ঘণ্টার মধ্যে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন) অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছে। কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া এলাকায় ২ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে ঘটনাটি ঘটেছে।

এপিবিএন জানায়, টেকনাফের নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-২৬-এর এক্সটেনশনের আই(৬) ব্লকের জাফর মার্কেট এলাকায় ২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে অজ্ঞাতপরিচয়ের অপহরণকারীরা কাপড়ের নমুনা দেখার কথা বলে মো. কাশেম মিয়া (৩৪) নামের এক কাপড় ব্যবসায়ীকে অপহরণ করে।

এই সংবাদ পেয়ে ১৬ এপিবিএন সম্ভাব্য স্থানগুলোয় অভিযান শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়াপাড়া এপিবিএন ক্যাম্প-২৬ শালবাগান এক্সটেনশনের নূরালীর ডেইল সংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণকারী চক্রটিকে পুলিশ ধাওয়া দিলে তারা ভুক্তভোগীকে ফেলে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী কাশেম মিয়াকে উদ্ধার করে ক্যাম্পে নেওয়া হয়। অপহরণকারী চক্রটিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।