পুলিশি হেফাজতে দুই মাদক কারবারি এবং জব্দ করা ফেনসিডিল। ছবি : বাংলাদেশ পুলিশ

ময়মনসিংহের কোতোয়ালি থানা-পুলিশের অভিযানে ৬০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ফেনসিডিল পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে কোতোয়ালি থানাধীন চকছত্রপুর গুদারাঘাট পুলিশ চেকপোস্ট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন বাদল চৌধুরী (৫৫) ও রুমা আকার ইতি (২৫)। সম্পর্কে তাঁরা স্বামী-স্ত্রী।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আকন্দ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে মোটরসাইকেলের সিট ও তেলের ট্যাংকের নিচে বিশেষ কায়দায় লুকানো ৬০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। একই সঙ্গে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, দীর্ঘ দিন ধরে মাদক কারবারে জড়িত থাকার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামিরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।