হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। ছবি : মেহেরপুর জেলা প্রতিনিধি

মেহেরপুর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় সাতটি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

মেহেরপুর জেলার পুলিশ সুপার মো. রাফিউল আলমের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলামের দিক-নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্যপ্রযুক্তির সাহায্যে হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৭টি মোবাইল ফোন উদ্ধার করে।

উদ্ধারকৃত মোবাইলগুলো মেহেরপুরের পুলিশ সুপার প্রকৃত মালিকদের কাছে রোববার (২০ ফেব্রুয়ারি) হস্তান্তর করেন।

এ সময় ভুক্তভোগীরা মেহেরপুর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রতি এবং বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।