সিলেটের কানাইঘাট থানার অভিযানে উদ্ধারকৃত মেছোবাঘটি হস্তান্তর করা হয় বন বিভাগের কাছে। ছবি: বাংলাদেশ পুলিশ

সিলেটের কানাইঘাট থানার অভিযানে উদ্ধারকৃত দুই ফুট লম্বা ও এক ফুট উচ্চতার একটি মেছোবাঘকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কানাইঘাটের সাতবাঁক ইউনিয়নের লোভারমুখ বাজারে একটি মেছোবাঘ পানির ট্যাংকে পড়ে গেলে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দেয়। সেই সংবাদ পেয়ে সিলেট জেলা পুলিশ সুপারের নির্দেশে কানাইঘাট থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মেছোবাঘটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

পরবর্তী সময়ে উদ্ধারকৃত মেছোবাঘটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।