একজন হেফাজতে গ্রেপ্তার জাল টাকার কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

ঢাকার উত্তরার ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১ এপিবিএন) রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে জাল টাকাসহ একজনকে গ্রেপ্তার করেছে।

১ এপিবিএনের একটি টিম ৯ এপ্রিল ভোররাতে ডিএমপির মুগদা থানা এলাকায় অভিযান চালায়। তারা মান্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ১০ হাজার টাকার জাল নোটসহ জাল টাকার একজন কারবারিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার কারবারির নাম মো. স্বপন মিয়া (৩০)।

উদ্ধার জাল নোটের মধ্যে ১০০০ টাকার ও ৫০০ টাকার জাল নোট রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জাল টাকার ব্যবসার কথা স্বীকার করেছেন।

সিডিএমএসের পর্যালোচনায় দেখা যায়, ওই আসামির বিরুদ্ধে আগেও জাল টাকার ব্যবসার মামলা হয়েছে।

তার বিরুদ্ধে জাল টাকা নিজ হেফাজতে রাখার অপরাধে মুগদা থানায় মামলা দায়ের করা হয়েছে। তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।