৮ এপিবিএনের হেফাজতে গ্রেপ্তার এফডিএমএন সদস্য। ছবি: বাংলাদেশ পুলিশ।

কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে একটি দেশি শটগান, ৪টি গুলিসহ একজন এফডিএমএন সদস্যকে গ্রেপ্তার করেছে।

আজ ৯ ডিসেম্বর সকাল সাড়ে ৭টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যায়, এফডিএমএন ক্যাম্প-০৮ ইস্ট এলাকায় এফডিএমএন দুষ্কৃতকারীরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং যেকোনো সময় সন্ত্রাসী কার্যক্রম ঘটাতে পারে।

বিষয়টি ৮ এপিবিএন, পানবাজার পুলিশ ক্যাম্পে জানানো হলে ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার মো. আমির জাফর, বিপিএমের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব উক্য সিংয়ের তত্ত্বাবধানে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদের নেতৃত্বে একটি টিম এফডিএমএন ক্যাম্প-০৮ ইস্ট এর বি/৩৯ ব্লকের রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় এফডিএমএন সদস্য মো. রফিককে (২২) দেশীয় শটগান, ৪টি গুলিসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।