মুক্তারপুর নৌ পুলিশের অভিযান উদ্ধার জাটকা। ছবি: বাংলাদেশ পুলিশ।

মুন্সিগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশের অভিযানে এক হাজার ১০ কেজি জাটকা ও অবৈধ জাল জব্দ করা হয়েছে।

নৌ ফাঁড়ির মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের ইনচার্জের নেতৃত্বে একটি টিম ২ এপ্রিল নৌ পুলিশ ফাঁড়ির অধিক্ষেত্রে অবস্থিত সদর থানাধীন মীরাপাড়া বৌ বাজার এলাকায় জাটকা নিধনবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় তিনটি ড্রামেে,একটি সাদা ককশিটে, সাতটি নীল রঙের ক্যারেটে ১ হাজার ১০ কেজি জাটকা জব্দ করা হয়।

এ ছাড়া নৌ অধিক্ষেত্রের আওতাধীন শীতলক্ষ্যা-ধলেশ্বরীতে অভিযান চালিয়ে আনুমানিক ২৭ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ১৬টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার আনুমানিক দৈর্ঘ্য ১৬ হাজার মিটার।

উদ্ধার জাটকা উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে অসহায়দের মাঝে ও এতিমখানায় বণ্টন করা হয় এবং অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।