মিয়ানমারে নির্বিচার হত্যার খবরে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ছবি: সংগৃহীত

মিয়ানমারে কমপক্ষে ৩৫ জন বেসামরিক মানুষকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার খবরে জাতিসংঘ ‘আতঙ্কিত’ বলে মন্তব্য করেছে সংস্থাটির এক কর্মকর্তা।

মিয়ানমার সরকারের কাছে ঘটনাটি তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

জাতিসংঘের মানবিকবিষয়ক আন্ডার সেক্রেটারি-জেনারেল মার্টিন গ্রিফিথস এক বিবৃতিতে বলেন, ‘আমি এই মর্মান্তিক ঘটনা এবং সারা দেশে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সব ধরনের হামলার নিন্দা জানাই, যা আন্তর্জাতিক মানবিক আইনে নিষিদ্ধ।’

গ্রিফিথস অবিলম্বে এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত শুরু করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।