ছবি : সংগৃহীত

মিসরের উত্তরাঞ্চলে সড়ক দুর্ঘটনায় আট শিশুশ্রমিকের প্রাণহানি হয়েছে।

দেশটির নিল ডেল্টায় শনিবার তাদের বহন করা গাড়ি খালে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। খবর বাসসের।

দুর্ঘটনার কবলে পড়া এসব শিশু ‘আলু সংগ্রহের’ কাজ করে। বেহিরা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিহত শিশুদের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে।

মিসরের আইন অনুযায়ী ১৫ বছর বয়স পর্যন্ত শিশু হিসেবে ধরা হয়। এ বয়সের শিশুদের কাজ করার অনুমতি রয়েছে। এ ছাড়া ১৩ বছর বয়সের শিশুদের মৌসুমি কাজ করার ক্ষেত্রে বাধা নেই।