মিয়ানমারে সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় একশ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও অনেক শিশুও রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের সাগাইং প্রদেশে জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সের একটির অনুষ্ঠানে এ হামলা চালানো হয়। সকালে স্থানীয় অফিসের আঙিনায় অনুষ্ঠানের আয়োজন করছিল পিডিএফ। সে সময় সেখানে বিমান হামলা চালায় সেনাবাহিনী।

এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই হামলার জন্য মিয়ানমারকে জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। একই সাথে তিনি মিয়ানমারের জনগণের ওপর সেনাবাহিনীর হামলা বন্ধের আহ্বান জানান।

২০২১ সালে সেনাবাহিনী মিয়ানমারের ক্ষমতা নেওয়ার পর থেকেই জান্তাবিরোধীদের ওপর হামলা চালিয়ে আসছে দেশটির সামরিক বাহিনী। তবে এখন পর্যন্ত যেসব হামলা চালানো হয়েছে তার ভেতর গতকালের হামলা সবচেয়ে নৃশংস বলে ধারণা করা হচ্ছে।সূত্র: ইন্ডিপেনডেন্ট অনলাইন।