মিয়ানমারের উত্তরাঞ্চলীয় একটি গ্রামে সামরিক বাহিনীর একটি জেট থেকে তিনটি বোমা নিক্ষেপ করা হয়। এতে অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৮ জন আহত হয়েছেন।

গত বুধবার স্থানীয় গণমাধ্যমে হামলার বিষয়টি জানানো হয় বলে আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়।

বিদ্রোহী গোষ্ঠীগুলির দাবি, বিচারবহির্ভূত হত্যা, গ্রাম ধ্বংস এবং বিরোধীদের শাস্তি দিতে এই বিমান হামলা চালিয়েছে সামরিক বাহিনী।

গ্রামটির অভ্যুত্থানবিরোধী যোদ্ধা কো জাও তুন জানিয়েছেন, গত মঙ্গলবার বিকেলে উত্তর সাগাইং অঞ্চলের নিয়াং কোন গ্রামে একটি সামরিক জেট তিনটি বোমা হামলা চালায়। এতে ১০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৮ জন আহত হয়।

তিনি আরও বলেন, কোনো যুদ্ধ ছিল না। কিন্তু আকস্মিকভাবে তারা গ্রামে বোমা হামলা চালিয়েছে। এই হামলায় ১১টি বাড়ি ধ্বংস হয়েছে৷

উল্লেখ্য, ২০২১ সালে ফেব্রুয়ারিতে মিয়ানমারে একটি অভ্যুত্থান হয়। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে জান্তা। এরপর থেকে বিদ্রোহীদের সঙ্গে জান্তার লড়াই চলছে। জনগণকে নিয়ে দেশজুড়ে গড়ে ওঠে কয়েক ডজন নতুন প্রতিরক্ষা বাহিনী। সূত্র: ইন্ডিপেনডেন্ট অনলাইন।