মা-বাবার সঙ্গে উদ্ধার হওয়া তরুণী। ছবি : বাংলাদেশ পুলিশ

মা-বাবার কষ্টার্জিত সাড়ে তিন লাখ টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়া এক তরুণীকে কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এরপর তাঁকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ জুন) জেলা পুলিশ জানায়, ওই তরুণীর বাড়ি উলিপুর থানা এলাকায়। ৯ জুন প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে পালিয়ে যান ওই এইচএসসি পরীক্ষার্থী। সঙ্গে নিয়ে যান মা-বাবার কষ্টার্জিত সাড়ে তিন লাখ টাকা। এ ঘটনায় উলিপুর থানায় সাধারণ ডায়েরি করেন ওই তরুণীর মা-বাবা।

এর পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে তথ্য ও প্রযুক্তির সহায়তায় কুষ্টিয়া থেকে তাঁকে উদ্ধার করা হয়। এরপর টাকাসহ তাঁকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।