জব্দ করা ইয়াবা বড়ি। ছবি: ডিএমপি

মাল্টার ভেতরে অভিনব কায়দায় ইয়াবা বড়ি পাচারকালে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানার সদস্যরা।

ডিএমপি জানায়, শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় পল্টন থানাধীন শান্তিনগর এলাকা থেকে আসামি মো. আয়াছকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১ হাজার ৩০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আয়াছকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, কক্সবাজার থেকে ইয়াবা বড়ি সংগ্রহ করে পল্টন থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

আসামির বিরুদ্ধে পল্টল মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।