মালির বামাকোয় বিএএনএফপিইউ-১ প্রাঙ্গণে জাতীয় স্মৃতিসৌধের প্রতিরূপে ফুলের তোড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ইউনিটের সব সদস্যের পক্ষে ফুলের তোড়া দেন কমান্ডিং অফিসার এসপি বেলাল উদ্দীন। ছবি: বাংলাদেশ পুলিশ

মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান বিজয় দিবস উদযাপন করছে জাতি। শুধু দেশেই নয়, সীমান্তের গন্ডি পেরিয়ে সুদূর আফ্রিকার দেশ মালিতেও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ জানায়, মালির বামাকোতে মিনুসমা (ইউনাইটেড নেশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন মালি)-তে বিএএনএফপিইউ-১-এ ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাগদায় বিজয় দিবস উদযাপন করা হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

মালির বামাকোয় বিএএনএফপিইউ-১ প্রাঙ্গণে জাতীয় স্মৃতিসৌধের প্রতিরূপে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর শান্তি ও স্বাধীনতার প্রতীক সাদা কবুতর ওড়ানো হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

ইউনিটের সব সদস্যের পক্ষে কমান্ডিং অফিসার এসপি বেলাল উদ্দীন বিএএনএফপিইউ-১ প্রাঙ্গণে স্থাপিত জাতীয় স্মৃতিসৌধের প্রতিরূপে ফুলের তোড়া দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে শান্তি ও স্বাধীনতার প্রতীক সাদা কবুতর ওড়ান কমান্ড স্টাফ সদস্যরা।