ডিবি পুলিশের হেফাজতে গ্রেপ্তার চার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ( ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ২ চোরাই অটো মিশুকসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

সোমবার (৮ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ডিবি।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গতকাল রোববার বিকেলে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিন্নাডাঙ্গী এলাকা থেকে একটি চোরাই তিন চাকার ব্যাটারিচালিত পুরাতন অটো মিশুকসহ আনছার আলীকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে তমেজ আলীর বসত বাড়ির উঠানে ব্যাটারিচালিত পুরাতন আরও একটি অটো মিশুকসহ তমেজ আলীকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা জানান, চোরাই অটো মিশুক দুটি সোহরাব খান ও বারেক নামক দুজনের কাছ থেকে কিনেছেন। পরে দুই আসামি ও জব্দকৃত আলামতসহ সিংগাইর উপজেলার পশ্চিম ভাকুম এলাকায় অভিযান পরিচালনা করে সোহরাব খান ও বারেককে গ্রেপ্তার করা হয়। এ সময় আটক ব্যক্তিরা জানান, সাভার, হেমায়েতপুর, আশুলিয়া এলাকাসহ আশপাশের এলাকা থেকে অজ্ঞাতনামা ৭-৮ জন আসামিদের সহযোগিতায় চোরাই অটো মিশুক সংগ্রহ করে ঢাকা ও মানিকগঞ্জ জেলার আশপাশের এলাকায় বিক্রি করেন।

মানিকগঞ্জ ডিবির ওসি আবুল কালাম জানান, এ ঘটনায় সিংগাইর থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।