মানিকগঞ্জ থেকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রার্থীরা শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই প্রক্রিয়ায় অংশ নেন। ছবি: বাংলাদেশ পুলিশ

চাকরি নয়, সেবা- এই প্রতিপাদ্যে মানিকগঞ্জ জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় শারীরিক মাপ ও কাগজ পত্র বাছাই সম্পন্ন হয়েছে। জেলা পুলশি লাইন্স মাঠে ২২ মার্চ (মঙ্গলবার) এই প্রক্রিয়া সম্পন্ন হয়।

মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম (বার)-এর সভাপতিত্বে গঠিত তিন সদস্যের একটি নিয়োগ বোর্ডের সমন্বয়ে মানিকগঞ্জ জেলা থেকে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার শারীরিক মাপ ও কাগজপত্র বাছাই সম্পন্ন হয়।

নিয়োগপ্রার্থীরা শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই প্রক্রিয়ার সময় বক্তব্য দেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম (বার)। ছবি: বাংলাদেশ পুলিশ

পুলিশ সুপার বলেন, শতভাগ স্বচ্ছতা, মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে যোগ্যতম প্রার্থীকে নির্বাচিত করা হবে। তিনি প্রাথমিকভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের প্রতি কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত না হওয়ার ও সকল প্রকার দালাল চক্র থেকে সাবধানতা অবলম্বনের আহবান জানান। নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যদের প্রতি চাকরি প্রার্থীদের আস্থা রাখারও অনুরোধ করেন তিনি।

এ সময় ঢাকায় পুলিশ হেডকেয়ার্টার্স মনোনীত নিয়োগ বোর্ডের সদস্যসহ মানিকগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ থেকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রার্থীরা শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই প্রক্রিয়ায় অংশ নেন। ছবি: বাংলাদেশ পুলিশ