গ্রেপ্তার আসামি। ছবি : মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে গাঁজা, ইয়াবা বড়িসহ চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

মানিকগঞ্জ জেলার ডিবির ইনচার্জ মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার-এর নির্দেশনায় ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে একটি দল সিংগাইর থানাধীন রাজনগর সাকিনে অবস্থিত একটি নির্মাণাধীন ভবনে রাত ১২টা ৩৫ মিনিটে অভিযান চালায়।

অভিযানে মো. তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বয়স ২৮। তিনি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার মাধবপুর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের সময় আসামির কাছ থেকে ১৫ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।

একই তারিখে এসআই আসাদ মিয়ার নেতৃত্বে একটি দল রাত ২টা ১৫ মিনিটে মানিকগঞ্জ সদর থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর পাশে টিকাদার বাড়ির মোড়ে অভিযান চালায়। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তাঁদের একজন সুভাস দাস। তাঁর বয়স ৩২। তিনি মানিকগঞ্জ জেলার ঘিওর থানার রাথুরা গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

অন্য আসামির নাম মো. মামুন খান। তাঁর বয়স ৪৮। তিনি বরিশালের হিজলা থানার কুলচর গ্রামের বাসিন্দা। তাঁর কাছ ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আরেকজন মো. সুজন মোল্লা। তাঁর বয়স ৩৮। তিনি পাবনার ফরিদপুর থানার কালিয়ানী গ্রামের বাসিন্দা।

এ-সংক্রান্ত সিংগাইর থানায় একটি এবং মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়েছে।