মতবিনিময় সভায় উপস্থিত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। ছবি : বাংলাদেশ পুলিশ

মানিকগঞ্জ সদর থানাধীন বাঘিয়া গ্রামে প্রস্তাবিত মাদকাসক্তি পুনর্বাসন প্রকল্পের জন্য স্থান পরিদর্শন ও জমি ক্রয়সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ জুলাই) অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (ফিন্যান্স) মো. মাহবুবুর রহমান ভূঁইয়া বিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট প্রজেক্ট) মো. আলমগীর কবীর পিপিএম (সেবা)।

মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের জমি পরিদর্শন করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। ছবি : বাংলাদেশ পুলিশ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম (বার)।

মতবিনিময় শেষে প্রস্তাবিত মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের জন্য চিহ্নিত জায়গা ঘুরে দেখেন প্রধান অতিথি। এ সময় সেখানে মানিকগঞ্জ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় রাজনীতিক, চেয়ারম্যান এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিগণ। ছবি : বাংলাদেশ পুলিশ