মানিকগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

মানিকগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৪৯ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হেরোইনের আনুমানিক দাম প্রায় ১৫ লাখ টাকা। মানিকগঞ্জ সদর থানা এলাকা থেকে ১১ জুলাই (মঙ্গলবার) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের নাম মো, আজিজুল হক ওরফে আশিক (২৬), মো. লুৎফর রহমান (৪৭), তারেক রহমান (২২) ও মো. নাসির মোল্লা (৩০)।

মানিকগঞ্জ ডিবির ইনচার্জ (ভারপ্রাপ্ত) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, ডিবির একটি দল ১১ জুলাই রাত সোয়া আটটার দিকে মানিকগঞ্জ সদর থানার পশ্চিম সেওতা এলাকায় অভিযান চালিয়ে আজিজুল ও লুৎফরকে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। এদিকে ডিবির আরেকটি দল একই দিন রাত পৌনে ১১টার দিকে মানিকগঞ্জ সদর থানার ধলাই-সরুপাই এলাকায় অভিযান চালিয়ে তারেক ও নাসিরকে ৪৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে।