মানিকগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

মানিকগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে হেরোইনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। মানিকগঞ্জ সদর থানা এলাকা থেকে ৯ জুলাই (রোববার) তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের নাম মো. ওয়াসিম (৩৪), আবুল হোসেন (৩৩), মো. রিদুল হোসেন (২৫), মুন্নাফ বেপারী (৪৪) ও মো. বিপুল মিয়া (৩৩)। তাঁদের কাছ থেকে মোট ২৬১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব হেরোইনের আনুমানিক দাম ২৬ লাখ টাকা।

মানিকগঞ্জ ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, ডিবির একটি দল ৯ জুলাই সন্ধ্যা সোয়া ৭টার দিকে মানিকগঞ্জ সদর থানার মত্ত (ঢাকুয়াপাড়া) এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম হেরোইনসহ ওয়াসিম, আবুল হোসেন ও রিদুল হোসেনকে গ্রেপ্তার করে। এদিকে রাত সোয়া ১০টার দিকে ডিবির আরেকটি দল মানিকগঞ্জ সদর থানার হিজলী কাচারীমাঠ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১১ গ্রাম হেরোইনসহ মুন্নাফ ও বিপুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে এর আগে মোট ২১টি মামলা রয়েছে। নতুন করে গ্রেপ্তারের ঘটনায় সদর থানায় আরও দুটি মামলা হয়েছে।