পুলিশি হেফাজতে চার মাদক কারবারি। ছবি : বাংলাদেশ পুলিশ

মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ৩২ গ্রাম হেরোইনসহ চার কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) জেলা পুলিশ জানায়, মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া থানা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন।

মানিকগঞ্জ ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, রোববার দুপুরে মানিকগঞ্জ সদর থানাধীন বড় বারইল এলাকা থেকে ৭ গ্রাম হেরোইনসহ আসামি মো. নাঈম মিয়াকে (২৬) গ্রেপ্তার করা হয়। রাত ১০টার দিকে আরেক অভিযানে সদর থানাধীন স্বল্প হাতেকোড়া এলাকা থেকে ১০ গ্রাম হেরোইনসহ মো. শমসের আলীকে (৩৬) গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, অন্যদিকে রোববার দিবাগত রাতে সাটুরিয়া থানাধীন শেখরীনগর এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ মো. রাশিদুল ইসলাম ওরফে সেন্টুকে (৩৩) গ্রেপ্তার করা হয়। সোমবার ভোরে সদর থানাধীন স্বল্প হাতেকোড়া এলাকা থেকে ৫ গ্রাম হেরোইনসহ আসামি শরিফুল ইসলাম শরিফকে (৩৪) গ্রেপ্তার করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।