রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২৩ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় একজনের কাছ থেকে হেরোইন জব্দ করা হয়। খবর আরএমপি নিউজের।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এলাকায় শনিবার (২৯ এপ্রিল) অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ সময় বোয়ালিয়া মডেল থানা থেকে তিনজন, রাজপাড়া থানা থেকে তিনজন, চন্দ্রিমা থানা থেকে দুজন, মতিহার থানা থেকে সাতজন, কাটাখালী থানা থেকে দুজন, পবা থানা থেকে চারজন, কাশিয়াডাঙ্গা থানা থেকে একজন ও কর্ণহার থানা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

তাঁদের মধ্যে ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, একজনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে তিনজনকে গ্রেপ্তার করা হয়। মাদক মামলায় অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে ৯ গ্রাম হেরোইন উদ্ধার হয়। তাঁদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।