মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : বাসস

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৭ মে) রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। খবর বাসসের।

দিবসটি উপলক্ষে বুধবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে মাননীয় সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি, মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মাননীয় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, মাননীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, মাননীয় শিক্ষামন্ত্রী দীপু মনি প্রমুখ বক্তব্য দেন।

এর আগে সকালে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন মসজিদে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। মিলাদ মাহফিল শেষে গরিব, অসহায় ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।