সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার)। ছবি : বাংলাদেশ পুলিশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক কল্যাণ সভা রোববার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়েছে।

বিএমপি পুলিশ লাইনসের ড্রিল শেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার)।

সভার শুরুতে বিএমপির সদস্যদের কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের পরিপ্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন বিএমপি কমিশনার। পাশাপাশি চলতি মাসে বিভিন্ন আবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেন তিনি।

অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের হাতে উপহার তুলে দিচ্ছেন বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার)। ছবি : বাংলাদেশ পুলিশ

বিএমপি সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিনসহ সার্বিক বিষয়ে মতবিনিময় করে বিভিন্ন দিকনির্দেশনা দেন বিএমপি কমিশনার। এ ছাড়া ডেঙ্গু নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

এ সময় বিএমপিতে কর্মরত নায়েক মো. জহিরুল ইসলাম ও কনস্টেবল মো. ফারুক মল্লিককে অবসরোত্তর বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁদের হাতে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের হাতে উপহার তুলে দিচ্ছেন বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার)। ছবি : বাংলাদেশ পুলিশ

বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মো. শওকত আলী, উপপুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপপুলিশ কমিশনার (দক্ষিণ ও সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস) মো. আলী আশরাফ ভুঞা বিপিএম (বার), উপপুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম (বার), উপপুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস অ্যান্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) মো. ফারুক হোসেন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।