পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা মোবাইল ফোন। ছবি : বাংলাদেশ পুলিশ

গোয়েন্দা পুলিশ পুলিশ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (১২ আগস্ট) রাতে নগরীর খুলনা থানাধীন নিরালা মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. আল-আমিন শেখের (৩৪) বাড়ি খুলনার রূপসা থানা এলাকায়।

কেএমপি ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন জানান, নগরীর বিভিন্ন যানবাহনের পেছনে থাকা মালিকের মোবাইল নম্বরে ফোন করতেন আসামি আল-আমিন। নিজেকে ডিবির ওসি পরিচয় দিয়ে বলতেন, ‘আমি ডিবির ওসি আল-মামুন বলছি। আপনার ড্রাইভার মাদকসহ ডিবি পুলিশের হাতে আটক হয়েছে, ড্রাইভারের নামে মামলা হবে। আপনার গাড়ি নিতে চাইলে আমার মোবাইল নম্বরে টাকা বিকাশ করে ডিবি অফিসে যোগাযোগ করেন।’

এই পুলিশ কর্মকর্তা জানান, দুই বছর ধরে এভাবেই চাঁদা দাবি করে আসছিলেন আল-আমিন। গত শনিবার (১২ আগস্ট) একই কায়দায় ইজিবাইকের মালিক মিলন হাওলাদারের কাছে চাঁদা দাবি করেন আল-আমিন। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।