বিমানের যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : বাসস

সুইজারল্যান্ড থেকে ফেরার পথে সাধারণ যাত্রীদের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাঁর মমতায় মুগ্ধ হয়েছেন ওই ফ্লাইটের যাত্রীরা।

সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেশে ফেরার পথে ওই ফ্লাইটের প্রত্যেক যাত্রীর সঙ্গে নিজেই কুশল বিনিময় করেন শেখ হাসিনা। এ সময় তাঁর এমন আচরণে বিস্ময় প্রকাশ করেন যাত্রীরা। খবর বাসসের।

মাননীয় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম বলেন, ‘ফ্লাইটে তাঁদের আসনের পাশে মাননীয় প্রধানমন্ত্রীকে পেয়ে অনেকেই বিস্মিত ও অবাক হয়েছেন।’

এ সময় অনেকের ছবি তোলার আবদার পূর্ণ করেন শেখ হাসিনা। একই সঙ্গে শিশুদের সঙ্গে গল্প করেন এবং কয়েকটি শিশুকে কোলে তুলে নেন তিনি।

সুইজারল্যান্ডের জেনেভায় ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’ শীর্ষক সম্মেলনে যোগদান শেষে শুক্রবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।