মাদারীপুরে ডিবির অভিযানে গ্রেপ্তার জালিয়াত চক্রের সদস্য। ছবি: বাংলাদেশ পুলিশ

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু প্রকল্পে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের অন্যতম সদস্য হুমায়ুন ঢালীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শরীয়তপুরের নিজ বাড়ি থেকে ১৬ আগস্ট (বুধবার) সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, ভুয়া কাগজপত্র বানিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে ঘটনায় গত ১৮ জানুয়ারি পাঁচজনের বিরুদ্ধে সদর মডেল মামলা করেন জেলা প্রশাসকের এলএ শাখার কম্পিউটার অপারেটর সোহাগ মিয়া। পরে শাহীন বেপারী (৫৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হুমায়ুনকে গ্রেপ্তার করেছে ডিবি।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, জেলা প্রশাসন কার্যালয়ে হুমায়ুনসহ ২০ জনের একটি টিম গড়ে তুলেছে শক্তিশালী সিন্ডিকেট। এরই মধ্যে দালালদের তালিকা করে তাঁদের নাম প্রকাশও করা হয়েছে। এই চক্র দীর্ঘদিন ধরে অসহায় মানুষকে বেকায়দায় ফেলে ক্ষতিপূরণের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারক চক্রের বাকি সদস্যদের ধরতে কাজ চলছে।