প্রতীকী ছবি

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার ২৯৫টি ইয়াবা বড়ি ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
কেএমপির অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ খবর জানানো হয়।

গ্রেপ্তার হওয়া মাদক কারবারিরা হলেন মো. জাহিদুল ইসলাম (৪১), বাড়ি নড়াইলের লোহাগড়া থানার চাচই পশ্চিম পাড়া এলাকায়। মো. তৈয়বুর রহমান (৪৪), বাড়ি সোনাডাঙ্গা থানার বড় বয়রা জলীল সরণি রোডে। মো. সোহেল হওলাদার (৩০), বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া থানার বাদুরতলী এলাকায়। মো. রমজান আলী (৩০), বাড়ি খুলনার তেরখাদা থানার ইছামতি প্রাইমারি স্কুলের পাশে ও মো. আরিফুজ্জামান ময়না (৩৭), বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার শেখপাড়া ক্রস রোডে।

গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলেও পোস্টে জানানো হয়।