এক খেলোয়াড়ের হাতে ট্রফি তুলে দিচ্ছেন কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লাইনস মাঠে আন্তবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের একাংশ। ছবি : বাংলাদেশ পুলিশ

এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কেএমপি কমিশনার।

কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. সাজিদ হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (এফঅ্যান্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং অন্য পুলিশ কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বক্তব্য দিচ্ছেন কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা। ছবি : বাংলাদেশ পুলিশ